‘আমাকে নিউ ইয়র্ক বিমানবন্দরে আটক করা হয়েছিল’

বিনোদন ডেস্ক: বলিউডের কিংবদন্তি গায়ক মুকেশের নাতি নীল নিতিন মুকেশ। তবে সংগীতে নয় অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন। যদিও সেভাবে সাফল্য হাতে আসেনি।

সম্প্রতি নিউ ইয়র্ক বিমানবন্দরে একটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন নীল। যেখানে তাকে ইমিগ্রেশন অফিসার আটক করেছিল, তার ভারতীয় পাসপোর্ট নিয়ে তৈরি বিতর্ক। অভিনেতা যে ভারতীয় সেটাই বিশ্বাস করতে পারেননি ইমিগ্রেশন অফিসার।

এক সাক্ষাৎকারে এ অভিনেতা জানান, ভারতীয় পাসপোর্ট থাকা সত্ত্বেও অভিবাসন কর্মকর্তারা বিশ্বাস করেননি তিনি ভারতীয়।

ঘটনার স্মৃতিচারণ করে নীল বলেন, ‘আমি যখন ‘নিউ ইয়র্ক’ সিনেমাটি করছিলাম সেই সময়ই আমাকে নিউ ইয়র্ক বিমানবন্দরে আটক করা হয়েছিল। তারা বিশ্বাস করতে অস্বীকার করেছিল যে আমি ভারতীয়। আমাকে আটক করা বেশ বড় খবর হয়ে দাঁড়িয়েছিল। এমনকি তারা আমাকে উত্তর দিতে বা নিজের স্বপক্ষে কিছু বলতেও দেয়নি।’

নীলের কথায়, ‘চার ঘণ্টা পর তারা এসে জিজ্ঞেস করল, ‘তোমার কী বলার আছে?’ আমি শুধু বললাম, ‘শুধু আমাকে গুগল করুন। তখন তারা এতটাই বিব্রত হয় যে তারা আমাকে আমার উত্তরাধিকার, আমার ঠাকুরদা এবং আমার বাবা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে।’

প্রসঙ্গত, সর্বশেষ এ অভিনেতা অ্যাকশন কমেডি ‘হিসাব বারাবার’ ছবিতে অভিনয় করেছেন। অশ্বিনী ধীর পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন কীর্তি কুলহারি, রেশমি দেশাই এবং ফয়জল রশিদ।

Related Articles

Back to top button