‘তোমার এক সতীন আছে’, হবু স্ত্রীকে প্রথম দিনই জানান খরাজ

বিনোদন ডেস্ক: টলিউড অভিনেতা খরাজ মুখোপাধ্যায় প্রথম থেকেই নিজের ক্যারিয়ার নিয়ে যথেষ্ট আশাবাদী। আর ক্যারিয়ার বলতে খরাজ মূলত বোঝেন থিয়েটারের মঞ্চে অভিনয়। থিয়েটরের প্রতি এই অমোঘ হাতছানি তিনি যে কখনোই এড়াতে পারেননি, সেটাই সম্প্রতি শেয়ার করেছেন একটি ভিডিও সাক্ষাৎকারে।

ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলের ‘সোল কানেকশন’-এ উপস্থিত হয়ে নিজের থিয়েটার-প্রীতির কথা বলেছেন খরাজ। যে ভালোবাসার উদাহরণ দিতে গিয়ে খরাজ জানিয়েছেন, প্রথম দেখাতেই নিজের হবু স্ত্রীকে সাফ বলে দিয়েছিলেন, ‘তোমার জীবনে একটা সতীন আছে। এটা মাথায় রেখো।’

তার মানে হবু স্ত্রীর সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল খরাজের, তখন আরও একটি সম্পর্ককে কেন্দ্র করে ‘সিরিয়াস’ ছিলেন তিনি? হ্যাঁ, একপ্রকার সিরিয়াস তো ছিলেনই। অন্তত ‘সোল কানেকশন’-এর সাক্ষাৎকার সে কথাই বলেছেন খরাজ।

কী বলেছিলেন নিজের হবু স্ত্রীকে অভিনেতা? সাক্ষাৎকারে খরাজ জানিয়েছেন, তিনি স্পষ্ট করে দিয়েছিলেন বাস্তব ছবিটা। বলেছিলেন, ‘আজও আমি থিয়েটর নিয়ে সিরিয়াস। আমি যেদিন প্রথম বেড়িয়েছিলাম প্রতিভাকে নিয়ে সেদিনই জানিয়ে দিয়েছিলাম, তোমার জীবনে একজন সতীন আছে। এটা মাথায় রেখো। আর সেটা আমার থিয়েটারে অভিনয়। ’ প্র

নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে ক্যারিয়ার এগোলেও কোথাও গিয়ে যেন খরাজ মুখোপাধ্যায় জানতেন, দিনশেষে তার মন কী চায়। যদিও থিয়েটরের মঞ্চ প্রাণ হলেও বড় পর্দা কিংবা ছোট পর্দা থেকেও মুখ ফিরিয়ে থাকেননি তিনি। একের পর এক ভালো ছবি দর্শকদের উপহার দিয়েছেন।

তবে কেবল অভিনেতাই নন, খরাজ মুখোপাধ্যায় ডাবিং স্টারও বটে। বলিউড থেকে টলিউডের বাঘাবাঘা অভিনেতাদের কণ্ঠস্বর ডাব করেছেন তিনি। শো-এর সঞ্চালকের প্রশ্নে যখন উঠে আসে, খরাজ মুখোপাধ্যায় অভিনেতার চেয়েও অনেকাংশে কমেডিয়ান কেন? এটা নিয়ে কোনও আক্ষেপ হয় না?

জবাবে তিনি বলেন, দৈনন্দিনের এত চিন্তার মাঝেও মানুষ যখন হঠাৎ আমাকে দেখে হেসে ওঠে, সেটাই বড় আশীর্বাদ। সেটাই বড় শিক্ষা খরাজ মুখোপাধ্যায়ের কাছে।

 

Related Articles

Back to top button