উত্তরখানে ডিএনসিসি’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর উত্তরখান এলাকায় অভিজান পরিচালনা করেছে উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল ০৮ এর ৪৫ নং ওয়ার্ডের মধ্যপাড়া ও মাজার চৌরাস্তা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন অঞ্চল ৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জুলকার নায়ন।

অঞ্চল ৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানাযায়, রাস্তার পাশে নির্মাণ সামগ্রী রাখায় যান চলাচল ব্যাহত হওয়ার কারনে কয়েকটি বাড়ির মালিককে সতর্ক ও জরিমান করা হয়। উত্তরখান মাজার চৌরাস্তা এলাকায় একটি খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবার অস্বাস্থ্যকর ভাবে ফ্রিজিং করায় তাদেরকে সতর্ক জরিমানা করা হয়। পাশের অন্য আরও একটি খাবার হোটেলে ট্রেড লাইসেন্স না থাকায় সতর্ক জরিমানা করে সতর্ক করা হয়।

এ সময় বিভিন্ন নির্মাণকারী প্রতিষ্ঠান রাস্তা অবরুদ্ধ, ড্রেন ভরাট করে পানি প্রবাহে বাধা সৃষ্টি, ফুটপাত ক্ষতিগ্রস্থ এবং কয়েকটি হোটেলে ট্রেড লাইসেন্স না থাকায় মোট ১৫ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়।

এছাড়াও রাস্তায় রাখা ফুটপাত দখল করে নির্মান সামগ্রী ও টং দোকান অপসারণ করা হয়।

অভিযান পরিচালনার সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৫ নং ওয়ার্ড এর এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, উত্তরখান থানার পুলিশ, ফুড এন্ড স্যানিটেশন কর্মকর্ত (প্রসিকিউটর), সহকারী সমাজ কল্যান কর্মকর্তা, ট্রেড লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার, পরিচ্ছন্ন পরিদর্শকসহ পরিচ্ছন্নতা ও মশক কর্মীরা উপস্থিত থেকে সহযোগীতা করেন।

Related Articles

Back to top button