বিয়ের চারদিন আগে মেয়েকে গুলি করে হত্যা বাবার

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র চারদিন পর বিয়ে। কার্ড ছাপানো থেকে শুরু করে সবকিছু শেষ। তবে এর আগেই নিজ মেয়েকে গুলি করে হত্যা করেছেন বাবা। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভারতের মধ্যপ্রদেশে ঘটে এমন মর্মান্তিক ঘটনা।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মহেশ গুরজার নামে ওই বাবা তার মেয়েকে পুলিশ এবং পঞ্চায়েত কমিটির সদস্যদের সামনেই গুলি করেছেন। কারণ তিনি যার সাথে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন; তাকে সে বিয়ে করতে চাইছিল না। এরবদলে নিজের পছন্দের ছেলেকে জীবনসঙ্গী করার জোর দিচ্ছিল সে।

এনডিটিভি আরও জানিয়েছে, তানু গুরজার (২০) নামের ওই মেয়ে গতকাল সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে সে জানায় তাকে জোর করে তার বাবা বিয়ে দেওয়ার চেষ্টা করছে। এছাড়া নিজের জীবনের শঙ্কার কথাও জানান তিনি। তানু জানান, বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে তাকে চাপ দেওয়া হচ্ছে এবং প্রতিদিন মারধর করা হচ্ছে। তিনি বলেন, যদি তার কিছু হয় তাহলে তার পরিবার এজন্য দায়ী থাকবে। ভিডিওটি কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হয়। এরপর পুলিশ দ্রুত তার বাড়িতে যায়। সেখানে গিয়ে বিষয়টি মেটানোর চেষ্টা করে তারা। ওই সময়ই স্থানীয়ভাবে তৈরি পিস্তল দিয়ে তানুর বাবা তার বুকে গুলি করে। এ সময় তার চাচাত ভাইও আরেকটি পিস্তল দিয়ে তার গলা ও কপালে গুলি করে। এতে সেখানেই ঢলে পড়ে সে।

নিজের জীবনের শঙ্কা থেকে তানু আর বাবার সঙ্গে বাড়িতে যেতে চায়নি। ওই সময় পুলিশ কর্মকর্তাদের তাকে তাদের হেফাজতে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিতে বলছিল। ওই সময় একা কথা বলতে চেয়ে তানুকে একটু পাশে নিয়ে গুলি করে দেয় তার বাবা। ওই সময় পুলিশ ও পঞ্চায়েতের সদস্যদেরও গুলি করার হুমকি দিতে থাকেন তিনি। তবে পুলিশ তাকে নিবৃত্ত ও আটক করে। কিন্তু তানুর চাচাত ভাই রাহুল পিস্তলসহ পালিয়ে যায়।

Related Articles

Back to top button