বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রাতুলকে বিজিবির সহায়তা

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা রাইসুর রহমান রাতুলকে আর্থিক সহায়তা দিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা রাইসুর রহমান রাতুল নামের একজন তার চিকিৎসার ব্যয় নির্বাহ ও পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার লক্ষ্যে উত্তরা ৭নং সেক্টরের ২৮ নম্বর রোডে ফুড কোর্টে একটি দোকান দেওয়ার ইচ্ছা পোষণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ফেসবুক পোস্টটি বিজিবি কর্তৃপক্ষের নজরে এলে আহত রাইসুর রহমান রাতুল ও তার অভিভাবককে বিজিবি সদর দপ্তরে আমন্ত্রণ জানানো হয়।

এরই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) সকালে বিজিবি সদর দপ্তরে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইয়াসির জাহান হোসেন আহত রাতুল ও তার অভিভাবকের হাতে এক লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।

Related Articles

Back to top button