এসএসসি ২০২৫-এর প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

পদ্যাংশ

জ্ঞানমূলক প্রশ্ন

১। আবদুল হাকিম কোন শতকের কবি?

উত্তর : আবদুল হাকিম সপ্তদশ শতকের কবি।

২। ভাবের পরিণতি সনেটের কোন স্তবকে থাকে?

উত্তর : ভাবের পরিণতি সনেটের শেষ ছয় চরণের স্তবকে থাকে।

৩। বাংলায় সনেটের প্রবর্তক কে?

উত্তর : বাংলায় সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত।

৪। জীবনসঙ্গীত কবিতায় কবি আয়ুকে কিসের সঙ্গে তুলনা করেছেন?

উত্তর : কবি আয়ুকে শৈবালের নীরের সঙ্গে তুলনা করেছেন।

৫। ‘মহী’ শব্দের অর্থ কী?

উত্তর : মহী শব্দের অর্থ হলো পৃথিবী।

৬। ‘জুতা-আবিষ্কার’ কবিতায় রাজার নাম কী?

উত্তর : রাজার নাম হবু।

৭। ‘জুতা-আবিষ্কার’ কবিতায় কত পিপে নস্য ফুরিয়ে গেল?

উত্তর : উনিশ পিপে নস্য ফুরিয়ে গেল।

৮। ধুলায় ভরপুর জগেক ধূলিমুক্ত করার জন্য কী নিযুক্ত হলো?

উত্তর : ধুলায় ভরপুর জগেক ধূলিমুক্ত করার জন্য একুশ লাখ ভিস্তি নিযুক্ত হলো।

ভিস্তি অর্থ কী?

উত্তর : ভিস্তি অর্থ পানি বহনের জন্য চামড়ার তৈরি এক প্রকার থলি।

১০। ঝর্ণার গান কবিতায় কবি কল্পনা অনুযায়ী কোন পাখি চাঁদের আলো পান করে?

উত্তর : কবি কল্পনা অনুযায়ী চকোর পাখি চাঁদের আলো পান করে।

১১। ঝর্ণা কার বোল সাধে?

উত্তর : ঝর্ণা বুলবুলির বোল সাধে।

১২। ‘মানুষ’ কবিতায় কালাপাহাড়ের প্রকৃত নাম কী?

উত্তর : কালাপাহাড়ের প্রকৃত নাম রাজচন্দ্র, রাজকৃষ্ণ ও রাজনারায়ণ।

১৩। মুসাফির কত বছর প্রভুকে ডাকেনি?

উত্তর : মুসাফির আশি বছর প্রভুকে ডাকেনি।

১৪। কালাপাহাড় কী ধ্বংস করেছিল?

উত্তর : কালাপাহাড় দেবালয় ধ্বংস করেছিল।

১৫। চালতাফুল কিসের জলে ভিজবে?

উত্তর : চালতাফুল শিশিরের জলে ভিজবে।

১৬। জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কী?

উত্তর : জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা হলো প্রকৃতির রহস্যময় সৌন্দর্য।

১৭। পল্লি-জননী কবিতায় ঘরের চালে কী ডাকে?

উত্তর : ঘরের চালে হুতুম ডাকে।

১৮। কানা কুয়ো কোথায় বসে ডাকে?

উত্তর : কানা কুয়ো বাঁশবনে বসে ডাকে।

১৯। ‘আশা’ কবিতায় উল্লিখিত মানুষ কোথায় আলো জ্বালতে পারে?

উত্তর : আশা কবিতায় উল্লিখিত মানুষ প্রতিবেশীর আঁধার ঘরে আলো জ্বালতে পারে।

২০। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

উত্তর : আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম ‘রাত্রিশেষ’।

২১। কবি কার চিরচেনা স্বজন?

উত্তর : কবি অকাল বার্ধক্যে নত কদম আলীর চিরচেনা স্বজন।

২২। নিশিন্দার ছায়া কিসের চাদরে ঢাকা?

উত্তর : নিশিন্দার ছায়া জ্যোত্স্নার চাদরে ঢাকা।

২৩। কবি তার স্বদেশে থাকেন কোন নিয়মে?

উত্তর : কবি তার স্বদেশে থাকেন স্বাপ্নিক নিয়মে।

২৪। ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতার থুথুড়ে বুড়োর চোখের নিচে কী ছিল?

উত্তর : থুথুড়ে বুড়োর চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক ছিল।

২৫। অবুঝ শিশু কোথায় হামাগুড়ি দিল?

উত্তর : অবুঝ শিশু পিতা-মাতার লাশের ওপর হামাগুড়ি দিল।

২৬। শূন্য থালা হাতে পথের ধারে কে বসেছিল?

উত্তর : শূন্য থালা হাতে পথের ধারে হাড্ডিসার এক অনাথ কিশোরী বসেছিল।

২৭। শাহবাজপুরের জোয়ান কৃষক কে?

শাহবাজপুরের জোয়ান কৃষক সগীর আলী।

২৮। কার ফুসফুস এখন পোকার দখলে?

উত্তর : ঢাকার রিকশাওয়ালা রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে।

২৯। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কী?

উত্তর : বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ।

 

Related Articles

Back to top button