বিএনপি সবসময় সাধারণ জনগনের জন্য কাজ করে: আমিনুল হক
অনিজেস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সাধারণ জনগনের জন্য কাজ করে। জনগণকে নিয়ে রাষ্ট্র মেরামতে করতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
আজ (৯ ডিসেম্বর) সোমবার উত্তরখান থানা বিএনপি আয়োজিত কর্মীসভা ও কর্মশালায় এসব কথা বলেন।
দুপুর ৩টার দিকে পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে এ কর্মশালা শুরু হয়।
আমিনুল হক বলেন, বিএনপি’র নেতাকর্মীদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করতে হবে। অনুপ্রবেশকারী নয়, ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। কোনক্রমে যেন ত্যাগী নেতাকর্মীরা অবমূল্যায়িত না হয়। ৫ই আগষ্টের পূর্বে যারা রাজপথে ছিলেন দল তাদেরকে সর্বোচ্ছ মূল্যায়ন করবে। কোন নেতা যদি আওয়ামী লীগের কাউকে দলে প্রবেশ করানোর চেষ্টা করেন তিনি সব হারাবেন। কোন অনুপ্রবেশ কারীর স্থান বিএনপিতে হবে না।
তিনি বলেন, আগামী নির্বাচন হবে নিরপেক্ষ। রাজনীতিতে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের সমর্থন। এই সমর্থনকে যে কোন ভাবে আমাদের পক্ষে রাখতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের চলতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে কাজে নেমে পড়তে দলের নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি।
এ সময় তিনি তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা রূপরেখা উপস্থাপন করেন।
রাষ্ট্র মেরামতে ৩১ দফা নিয়ে উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব হাজী মোস্তফা জামান।
এ সময় মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার কথা গুলো ভালো করে জেনে বুঝে শুনে আমাদের কাজ করতে হবে।
অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে এস এম জাহাঙ্গীর বলেন, গত ১৫ বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনাই। জনগনের ভোটের অধিকার নিশ্চিত করে দ্রুত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে নির্বাচিত সরকারের জবাবদিহীতা তৈরি হবে।
উক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ আক্তার হোসেন ও এম কপিল উদ্দিন।
উত্তরখান থানা বিএনপির এই কর্মশালায় উপস্থিত ছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, মোঃ আতাউর রহমান, মোঃ আফাজ উদ্দিন, আলী আকবর আলী, সালাম সরকার জাহাঙ্গীর বেপারী, মুকুল সরকার, তোফাজ্জল হোসেন মিঠু, আব্দুর রশিদ ভূইয়া, রবিউল হক বাবু, হেদায়েত উল্লাহ টুলু।
আরো উপস্থিত ছিলেন, মহানগর উত্তর সাবেক যুব নেতা মোঃ শিমুল আহমেদ, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহবায়ক কাজী শাহআলম রাজা, সদস্য সচিব কামরুল জামান,স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক মোঃ ফরিদ হোসেন ও সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনি, উত্তরা পশ্চিম থানা ছাত্র দলের সভাপতি এস এ খান সোয়েব ও সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ, মহিলা দল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব এ্যাড রুনা লায়লা।
অন্যান্য মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিএনপি’র ৪৫ নং ওয়ার্ড সভাপতি মো: আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক ছফিল উদ্দিন ভূইয়া, শরীফ হোসেন, আনিসুল ইসলাম ভূইয়া, হানিফ আলী, আলাউদ্দিন আলাল ও জহুরুল ইসলাম।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য রফিকুল ইসলাম খান।