চট্টগ্রামে স্ত্রীকে হত্যা করে পালালেন গ্রামে, ধরে আনল পুলিশ

নিজস্ব প্রতিবেদক:  সোমবার (৯ ডিসেম্বর) সকালে আনোয়ারা উপজেলার গুণদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৭ ডিসেম্বর দিবাগত রাতে বিজয়নগর কাঁচাবাজার মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে নাছিমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্তে নেমে পুলিশ ভুক্তভোগীর স্বামী নাছিরকেই হত্যাকাণ্ডে জড়িত বলে শনাক্ত করে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী তারেক আজিজ বলেন, পারিবারিক কলহের জেরে ২ ডিসেম্বর দিবাগত রাতে স্ত্রীকে খুন করে নাছির। এরপর বাসাটিতে তালা লাগিয়ে গ্রামের বাড়ি আনোয়ারায় পালিয়ে যান তিনি। এদিকে কয়েকদিন পর মরদেহটি গলে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, হত্যার ঘটনায় পতেঙ্গা থানায় মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভুক্তভোগীর স্বামী নাছিরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button