প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর, এবার গিটার ব্যবসায় নেমেছেন

আন্তর্জাতিক ডেস্ক :ব্যবসায়ী হিসেবে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিতি এবং খ্যাতি দীর্ঘদিনের। বলা যায়, আপাদমস্তক ব্যবসায়ী থেকে রাজনীতিক। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর, এবার গিটার ব্যবসায় নেমেছেন তিনি। বলা হচ্ছে, এটি ট্রাম্পের সবশেষ ব্যবসায়িক উদ্যােগ।

শুধু তাই নয়, ক্রেতাদের জন্য ব্র্যান্ডেড অ্যাকোস্টিক এবং ইলেকট্রিক গিটারের তার অটোগ্রাফও থাকবে।

শুক্রবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

‘ট্রাম্প গিটারস’ নামে ওয়েবসাইট অনুসারে, আপাতত বাজারে চারটি ভিন্ন ভিন্ন ফিচারের গিটার আনছেন ট্রাম্প। এই চার মডেলের গিটার হল- ‘আমেরিকান ঈগল সিরিজ’, ‘প্রেসিডেন্সিয়াল সিরিজ’, ‘সিগনেচার এডিশন’ এবং ‘গড ব্লেস দ্য ইউএসএ’।

বুধবার তার নিজস্ব সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এ সম্পর্কিত পোস্ট শেয়ার করেছেন।

ওয়েবসাইট অনুসারে, ‘আমেরিকান ঈগল সিরিজ’-এ অ্যাকোস্টিক এবং ইলেকট্রিক গিটার রয়েছে – প্রতিটির দাম ১২০০ ডলার থেকে ১৫০০ ডলার। গিটারগুলোতে আমেরিকান পতাকার ছবি, একটি টাক ঈগল এবং গিটারের গলায় লেখা রয়েছে, ‘আমেরিকাকে আবার মহান করুন’। কিছু গিটারে ট্রাম্প স্বাক্ষর করেছেন এবং সেগুলির ক্রেতাদের দাম হবে ১০ হাজার ডলার।

‘প্রেসিডেন্সিয়াল সিরিজ’ গিটারগুলোকে নম্বর দেওয়া হবে এবং ২ হাজার ডলারে বিক্রি করা হবে, যেখানে ওয়েবসাইট অনুসারে একটি অনির্দিষ্ট সংখ্যক ‘গড ব্লেস দ্য ইউএসএ’ অ্যাকোস্টিক গিটার ১ হাজার ডলারে পাওয়া যাবে৷

সামাজিকমাধ্যমে পণ্যবিক্রির প্রচারণার এবারই নতুন নয় ট্রাম্পের। এর আগে বাইবেল, ঘড়ি, জুতাসহ আরো বিভিন্ন পণ্য বিক্রির প্রচারণা চালিয়েছেন তিনি। এসব পণ্যে তিনি মার্কিন জাতীয়তাবাদী এবং তার তার রাজনৈতিক স্নোগান তুলে ধরেন।

Related Articles

Back to top button