শাহজাহান খান বিচারককে উদ্দেশ করে বলেছেন

নিজস্ব প্রতিবেদক :মামলার শুনানির সময় এজলাসে দাঁড়িয়ে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বিচারককে উদ্দেশ করে বলেছেন, আমার বাবা এমপি ছিলেন, আমিও কয়েকবারের এমপি। আমাকে হাতকড়া না পরানোর অনুরোধ। দয়া করে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের হাতে হাতকড়া পরাবেন না।

সোমবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর পল্টন, যাত্রাবাড়ী ও মিরপুর থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখাতে সাবেক মন্ত্রী দীপু মনি, রাশেদ খান মেনন, শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য আহমেদ হোসেন, আব্দুস সোবহান গোলাপ, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৮ জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হলে এজলাসে দাঁড়িয়ে এমন অনুরোধ করেন শাহজাহান খান।

এ সময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন তাদের জামিন আবেদন করে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জামিন আবেদনের বিরোধিতা করে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর অনুরোধ করেন। শুনানি শেষে পুলিশের আবেদন আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত। এর আগে তারা প্রত্যেকেই একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কয়েক দফায় রিমান্ড ভোগ করেছেন।

Related Articles

Back to top button