বিশ্বখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান

বিনোদন ডেস্ক :বিশ্বখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান। তার প্রতিটি সিনেমাই এক একটি মাইলফলক। এই ধারাবাহিকতা ধরে রাখতে নিজের নতুন সিনেমার জন্য হলিউডের বাঘা বাঘা তারকাকে একত্রিত করতে যাচ্ছেন তিনি। টম হল্যান্ড এবং ম্যাট ডেমনের পাশাপাশি তার নতুন প্রজেক্টে যুক্ত হয়েছে জেন্ডায়া ও অ্যান হ্যাথওয়ের মতো নাম। খবর: হলিউড রিপোর্টার

নোলানের নতুন এই সিনেমার নাম বা প্লট সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এরই মধ্যে এর প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১৭ জুলাই। ইউনিভার্সাল পিকচার্স ডিস্ট্রিবিউট করবে এটি। এই সিনেমার স্ক্রিপ্ট এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন স্বয়ং ক্রিস্টোফার নোলান। এই নির্মাতার গত কয়েকটি সিনেমার মতো এটিও তার ভক্তদের মধ্যে প্রবল আগ্রহ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। এদিকে, জেনডায়া ব্যস্ত রয়েছেন তার দুটি সিনেমার অ্যাওয়ার্ড প্রোগ্রাম নিয়ে। তিনি বর্তমানে ‘ডুন পার্ট ২’ এবং ‘চ্যালেঞ্জার্স’ নামের দুটি বড় সিনেমায় কাজ করেছেন। এ ছাড়া বর্তমানে তিনি ‘দ্য ড্রামা’ নামে একটি ‘এ ২৪’ প্রযোজিত ছবির শুটিং করছেন, যেখানে তার সঙ্গে অভিনয় করছেন রবার্ট প্যাটিনসন এবং আলানা হাইম। জেন্ডায়ার মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমার নাম ‘চ্যালেঞ্জার্স’। এটি নির্মাণ করেছিলেন ইতালিয়ান নির্মাতা লুকা গুয়াদাগ্নিনো। অ্যান হ্যাথওয়েকে সব শেষ অভিনয় করতে দেখা যায় ‘দ্য আইডিয়া অব ইউ’ শিরোনামের আমাজন সিরিজে।

Related Articles

Back to top button