নিখোঁজ কুতুবদিয়ার ১৯ জেলের সন্ধান পাওয়া গেছে

নিজস্ব প্রতিবেদক :কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ার পশ্চিমে বঙ্গোপসাগরে চার দিন ধরে নিখোঁজ কুতুবদিয়ার ১৯ জেলের সন্ধান পাওয়া গেছে।

রোববার (১০ নভেম্বর) সকালে নিখোঁজ জেলেরা মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম জেলেদের সন্ধান পাওয়ার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে বলেন, নিখোঁজ জেলেরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের পরিবারের সদস্যরা জানিয়েছে, তারা সবাই সুস্থ আছে এবং বর্তমানে কুতুবদিয়া উপকূলের কাছাকাছি চলে আসতেছে।

জেলেদের পরিবারের সদস্যরা জানান, আজ সকালে আমাদের কাছে তারা মুঠোফোনে যোগাযোগ করেন। সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন। সাগরে মাছ ধরার সময় জলদস্যুদের হামলার কবলে পড়েছিলেন। এরপর জলদস্যুরা তাদের ট্রলারের মেশিন নষ্ট করে দেয়। তখন থেকেই সাগরে ভাসছে তারা। নেটওয়ার্কের বাইরে থাকায় পরিবারের কারও সঙ্গে এতদিন যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নিখোঁজ সেই ১৯ জেলে। পরিবারের ধারণা, তারা উপকূল থেকে ২৫-৩০ কিলোমিটার দূরে অবস্থান করছেন। এরইমধ্যে তাদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাঁশখালী উপজেলার ইসমাইল কোম্পানির মালিকানাধীন ‘এফ বি আল্লাহর দয়া’ নামের ট্রলারসহ জেলেরা জলদস্যুর হামলার কবলে পড়ে। দস্যুদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করতে গিয়ে দস্যুদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন মোকাররম মাঝি। পরে জয়নাল নামে এক জেলেসহ গুলিবিদ্ধ মোকাররমকে অন্য একটি ট্রলারে তুলে দেওয়া হলে চট্টগ্রামের নেওয়া পথে বাঁশখালী এলাকায় তার মৃত্যু হয়। আর অন্যদিকে ১৯ জেলেসহ ট্রলারটি নিখোঁজ ছিল।

Related Articles

Back to top button