রাহুলের ঘরে আসছে নতুন অতিথি
বিনোদন ডেস্ক :দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের পর মা-বাবা হতে চলেছেন আরও এক তারকা-জুটি। জীবনের এই বিশেষ মুহূর্তের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিলেন তারা। দুই থেকে তিন হওয়ার খুশি, ইনস্টাগ্রামের মাধ্যমে শেয়ার করেছেন আথিয়া শেঠি এবং কেএল রাহুল।
তারা জানালেন, আগামী বছরেই তাদের ঘরে আসবে নতুন সন্তান।
২০২৩ সালে বিয়ে হয় ক্রিকেট তারকা কেএল রাহুল ও আথিয়া শেঠির। চলতি বছরের শুরুতেই গুঞ্জন শোনা যাচ্ছিল- পরিবার পরিকল্পনা শুরু করেছেন রাহুল-আথিয়া। যদিও সেই সময়ে এ খবরের কোনো সত্যতা নেই বলেই জানিয়েছিলেন তারা।
এবার সন্তান আগমনের খবর নিজেই দিলেন সুনীলকন্যা। মাস কয়েক আগে একটি রিয়ালিটি শোয়ের মঞ্চে সঞ্চালিকা ভারতী সিংকে মজার ছলে সুনীল শেটি বলেছিলেন, পরের সিজনে যখন আসব, তখন আমি দাদুর মতো হেঁটে দেখাব।
২০২৫ সালে প্রথম সন্তানের জন্ম দেবেন আথিয়া। ইনস্টাগ্রামের পোস্টে রয়েছে ‘ইভিল আই’-র ছবি। সঙ্গে লেখা, ‘আওয়ার বিউটিফুল ব্লেসিং কামিং সুন। ২০২৫ (২০২৫-এ ঈশ্বরের আশীর্বাদ আসছে আমাদের কাছে)।’ দোসর ছোট্ট পায়ের ছবি।
আথিয়ার মা হওয়ার খবর জানতে পেরে শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিনহা, বাণী কাপুর, এশা গুপ্তের মতো অভিনেত্রীরা।