নাটোরে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত
নিজস্ব প্রতিবেদক :নাটোরে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় মো. আবুল কাশেম ওরফে বাহাদুর (৬০) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। এসময় বাকি সাত আসামিকে খালাস দেন।
সাজাপ্রাপ্ত আবুল কাশেম নাটোরের বড়াইগ্রাম উপজেলার গরমাটি গ্রামের মোকসেদ মেম্বারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ জুলাই ওই ছাত্রীকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা করেন আবুল কাশেম। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে মেয়েটিকে উদ্ধার করে। পরে স্কুলছাত্রীর বাবা বড়াইগ্রাম থানায় মামলা করেন। শুনানি শেষে বিচারক আবুল কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এবং বাকি সাত আসামিকে খালাস দেন। নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদের মিয়া জানান, দীর্ঘ প্রায় সাড়ে ৬ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আদালতের বিচারক আবুল কাশেম ওরফে বাহাদুরকে এই দণ্ড দেন। রায়ে জরিমানার অর্থ শিশুটির পরিবারকে দিতে বলা হয়েছে।