শর্তহীনভাবে সাদপন্থিদের মাঠ হস্তান্তরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন প্রতিবন্ধকতার পর এবার শর্তহীনভাবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজনের জন্য শর্তহীনভাবে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের মাঠ বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ৬ শাখার উপসচিব আবু সাঈদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিশ্ব ইজতেমার ২য় পর্ব আয়োজনের নিমিত্তে ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বাদ আছর ইজতেমা ময়দান তাবলীগ জামাত বাংলাদেশ, মাওলানা সা’দ সাহেবের অনুসারীদের নিকট হস্তান্তরের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Related Articles

Back to top button