স্মার্টফোনের জগতে ঝড় তুলবে গুগল, ফাঁস হলো পিক্সেল ৯এ আসার তারিখ

তথ্যপ্রযুক্তি: আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসছে গুগল পিক্সেল ৯এ। এ নিয়ে সম্প্রতি নানা জল্পনা শোনা যাচ্ছে। জল্পনা-কল্পনার মধ্যেই জানা গেল গুগলের এই নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে আসার তারিখ। একইসঙ্গে, অনলাইনে ডিভাইসটির দাম ছড়িয়ে পড়েছে। ডিলল্যাবসের এক রিপোর্ট অনুযায়ী, নতুন এই পিক্সেল ফোনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও টেনসর জি৪ প্রসেসর থাকবে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, গুগল পিক্সেল ৯এ ইউরোপের বাজারে ১৯ মার্চ ছাড়া হবে। বিক্রি শুরু হতে পারে ২৬ মার্চ থেকে। সেখানে ফোনটির বেস মডেলটি ৫৪৯ ইউরো মূল্যে পাওয়া যাবে। এটি ১২৮ জিবি স্টোরেজের বেস মডেলের দাম এবং বাংলাদেশে প্রায় ৬৯,৫০৮ টাকার সমান। এটি ২৫৬ জিবি স্টোরেজ অপশনেও মিলবে, যার দাম ৬৪৯ ইউরো (প্রায় ৮২,০০০ টাকা)।
ইউরোপে ১২৮ জিবি মডেলটি আইরিস, অবসিডিয়ান, এবং পিওনি পোরসেলেন — এই চারটি রঙে পাওয়া যাবে। আর ২৫৬ জিবি মডেলটি কেবল আইরিস এবং অবসিডিয়ান রঙের বিকল্পে উপলব্ধ। উল্লেখ্য, পিক্সেল ৯এ ভারতে আসার কথা রয়েছে, তবে বাজারে আসার দিনক্ষণ এবং দাম এই মুহূর্তে অজানা।
গুগল পিক্সেল ৯এ স্পেসিফিকেশন (সম্ভাব্য)
গুগল পিক্সেল ৯এ ফোনটি টেনসর জি-৪ চিপসেটের সঙ্গে আসতে পারে, যা পিক্সেল ৯ সিরিজেও রয়েছে। এতে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ মিলবে। ৬.৩ ইঞ্চি অ্যাকুয়া ডিসপ্লে এবং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন থাকবে। প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেলের, সঙ্গে ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে।
এছাড়া, এই স্মার্টফোনে ৫,১০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকতে পারে যা ২৩ ওয়াট ওয়্যার্ড চার্জিং ও ৭.৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ সফটওয়ারে রান করবে বলে অনুমান করা হচ্ছে। সবশেষে, ধুলো ও পানি প্রতিরোধের জন্য ফোনটি আইপি৬৮ রেটিং অফার করতে পারে।